প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২১:০৫
স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের বক্তব্য ও ফেস্টুন নিয়ে জেলা ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি
'বিএনপি নেতৃবৃন্দের ভাষা পতিত সরকারের দাম্ভিকতাকে স্মরণ করিয়ে দেয়'

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী বলেছেন, ১৬ জুলাই গণমাধ্যমে প্রকাশিত ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের ছবি ও বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্য ও প্রোগ্রামে ব্যবহৃত ফেস্টুন দেখে আমরা বিস্মিত ও হতবাক। আমরা ভেবেছিলাম বিএনপি দেশের মানুষের সমালোচনাগুলো দলীয় নেতা-কর্মীদের শুদ্ধতার কাজে ব্যবহার করবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বিএনপি এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের নেতা-কর্মীদের বক্তব্য- বিবৃতিতে পতিত ফ্যাসিবাদের কণ্ঠ পাওয়া যাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার ভেঙ্গে খুনি হাসিনার মতো দাম্ভিকতাপূর্ণ আচরণ করছে। আমরা আশা করবো বিএনপির জেলা নেতৃবৃন্দ রাজনৈতিক সহাবস্থান নিরাপদ করবেন। বেপরোয়া দলীয় নেতা-কর্মীদের সামলাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পতিত খুনি হাসিনাও দাম্ভিকতা করে টিকে থাকতে পারেনি। মুহূর্তের মধ্যেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বিএনপি সে পথে না হেঁটে দেশ গঠনে ভূমিকা রাখবেন--সেটাই আমরা প্রত্যাশা করি।