বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২১:০৫

স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের বক্তব্য ও ফেস্টুন নিয়ে জেলা ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

'বিএনপি নেতৃবৃন্দের ভাষা পতিত সরকারের দাম্ভিকতাকে স্মরণ করিয়ে দেয়'

প্রেস বিজ্ঞপ্তি।।
'বিএনপি নেতৃবৃন্দের ভাষা পতিত সরকারের দাম্ভিকতাকে স্মরণ করিয়ে দেয়'

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী বলেছেন, ১৬ জুলাই গণমাধ্যমে প্রকাশিত ১৫ জুলাই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের ছবি ও বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্য ও প্রোগ্রামে ব্যবহৃত ফেস্টুন দেখে আমরা বিস্মিত ও হতবাক। আমরা ভেবেছিলাম বিএনপি দেশের মানুষের সমালোচনাগুলো দলীয় নেতা-কর্মীদের শুদ্ধতার কাজে ব্যবহার করবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বিএনপি এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের নেতা-কর্মীদের বক্তব্য- বিবৃতিতে পতিত ফ্যাসিবাদের কণ্ঠ পাওয়া যাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার ভেঙ্গে খুনি হাসিনার মতো দাম্ভিকতাপূর্ণ আচরণ করছে। আমরা আশা করবো বিএনপির জেলা নেতৃবৃন্দ রাজনৈতিক সহাবস্থান নিরাপদ করবেন। বেপরোয়া দলীয় নেতা-কর্মীদের সামলাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পতিত খুনি হাসিনাও দাম্ভিকতা করে টিকে থাকতে পারেনি। মুহূর্তের মধ্যেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বিএনপি সে পথে না হেঁটে দেশ গঠনে ভূমিকা রাখবেন--সেটাই আমরা প্রত্যাশা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়