প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ০১:৩৪
চাঁদপুর নৌ সীমানায় বরিশালগামী সুরভী লঞ্চে আগুন : অল্পের জন্য প্রাণহানী থেকে রক্ষা পেল যাত্রীরা
ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এমভি সুরভী -৯ লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৮ জানুয়ারি শনিবার রাত এগারোটার সময় চাঁদপুর নৌ সীমানায় লঞ্চের ইঞ্জিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক লঞ্চের স্টাফরা আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় যাত্রীসাধারণের কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর থেকে নৌ ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, যেহেতু লঞ্চটির একটি
ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। সেটিকে মোহনপুর লঞ্চ যাত্রীসহ নিরাপদে নোঙ্গর করে রাখা হয়েছে। আমরা লঞ্চটিকে বরিশাল যেতে দিচ্ছি না। বিকল্প আরেকটি লঞ্চের সাহায্যে রোববার সকালে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকা সদরঘাট থেকে কয়েক'শ যাত্রী নিয়ে সুরভি লঞ্চটি ছেড়ে আসে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে বরগুনা সুগন্ধা নদীতে এমভি অভিযান লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হলে বহু যাত্রীর প্রাণহানি ঘটে। এই ঘটনার কিছুদিন পর বরিশালগামী আরেকটি বড় লঞ্চে ইঞ্জিন ত্রুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।