শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৮:১৫

শ্রীনগরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ লাখো কণ্ঠে শপথ ও আলোচনা সভা

মুন্সীগঞ্জের শ্রীনগরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মহিন উদ্দিন বলেন, “নারী উন্নয়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। সংসারে মা ও বোনেরা যে নিষ্ঠা ও পরিশ্রমে কাজ করেন, তা পুরো সমাজের জন্য অনুকরণীয়। নারী ক্ষমতায়নে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ বন্ধে মা-বাবার সচেতনতা অত্যন্ত জরুরি। বয়সন্ধিকালে ছেলে-মেয়েরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে। তাই অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। নারী-পুরুষের সম্মিলিত চেষ্টায়ই একটি উন্নত, সচেতন ও সমৃদ্ধ রাষ্ট্র গড়া সম্ভব।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যদি একটি পরিবার সুখী হয়, তবে সমাজ সুখী হবে, সমাজ সুখী হলে রাষ্ট্রও হবে উন্নত ও শান্তিপূর্ণ।”

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়