রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

এখন সার কৃষকের পিছে পিছে ঘুরছে

----------------------মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

এখন সার কৃষকের পিছে পিছে ঘুরছে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

শাহরাস্তিতে ২০২২-২৩ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২১ জুন বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সার, বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।

প্রধান অতিথি বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে সারের দাম ছিল বিএনপির আমলে ৮০ টাকা, সেই সার আমরা কমিয়ে ২৫ টাকায় নিয়ে এসেছি, এটা কেউ চিন্তাও করতে পারে না। আমরা আপনাদের উন্নত মানের বীজ দিচ্ছি, ভালো সার দিচ্ছি। এক সময় সারের জন্য কৃষক গুলি খেয়েছিল। আর এখন সার কৃষকের পিছে পিছে ঘুরছে। সার এখন সরকার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। এটাই আমাদের সরকারের পার্থক্য। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের মঙ্গলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, সাবেক পৌর মেয়র মোশারেফ হোসেন শুশু পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।

কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদানে কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। উক্ত কর্মসূচির আওতায় কৃষক /কৃষাণী ৭শ’ জনের প্রতিজনকে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়