শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৭:৩২

আজ থেকে ৭ জেলায় লকডাউন : বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি অফিস

অনলাইন ডেস্ক
আজ থেকে ৭ জেলায় লকডাউন : বন্ধ থাকবে সকল সরকারি-বেসরকারি অফিস

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক জরুরি সাংবাদিক সম্মেলন আহ্বান করে ঘোষণা দেন, দেশের কয়েকটি জেলায় করোনাভাইরাসের আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার ২২ জুন সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ লকডাউন আগামী ৩০ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যে ৭ জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। এসব জেলায় লকডাউন চলাবস্থায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চলবে না গণপরিবহন। বন্ধ থাকবে বাজার-শপিংমল। ‘সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না।’ ‘জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।’ এছাড়া এই ৭ জেলার সকল সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে। তবে জরুরিভাবে কিছু সরকারি অফিস খোলা থাকতে পারে, সেক্ষেত্রে স্থানীয় সরকার প্রশাসন তা সিদ্ধান্ত নিবে।

লকডাউন চলাকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত পরিবহন চলাচল করতে পারবে। যেসব কর্মকাণ্ড জরুরি পরিষেবা হিসেবে ধরা হবে সেগুলো হলো- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন; ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান; বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানিসেবা; ফায়ার সার্ভিস, নদী বন্দর, টেলিফোন ও ইন্টারনেট; গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা ও অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা। এসব সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাকগুলো এ লকডাউনের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য যে, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন পূর্বে থেকেই ঐসব জেলাগুলো এবং নির্দিষ্ট এলাকাগুলো লকডাউন বজায় রেখেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়