প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৩
বাবুরহাটে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী চাঁদপুর পৌরসভা, বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
|আরো খবর
এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং সাধারণ পথচারী রাস্তা পারাপারে সুবিধার্থে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যদিও ইতোমধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অবৈধ উচ্ছেদ বিষয়ে জেলা পরিষদের কতৃপক্ষ জানান, সকাল থেকে বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সারানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা পরিষদ বেশ কয়েক বছর পূর্বে স্থানীয়রা লিজ এনে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর ফলে মতলব-পেন্নাই সড়কের পাশে বারো মাস জ্যাম লেগেছিল। এসব দোকানপাট উচ্ছেদের ফলে পথচারীসহ যানচলাচলের সুবিধা হবে বলে পথচারী সহ চালকরা জানান।
সাধারণ পথচারীসহ সকলের একটাই দাবি, ফের যেন এখান বাবুরহাট বাজারের মতো দখল না হয়।
উল্লেখ্য, গত বছর ২০২৪ সালে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে জেলা পরিষদের জমিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণের জন্যে ৮৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়। দখলের পর আবার শক্ত করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়, সে বিষয়ে পত্রিকায় একাধিক সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি জেলা পরিষদের।