প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৫
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৩ কিশোর গ্যাং লিডার আটক

যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর শহর এলাকায় তালিকাভুক্ত ৩ কিশোর গ্যাং লিডার আটক হয়েছে। বুধবার (১৬ এপ্রিল ২০২৫) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং লিডারদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে চিহ্নিত কিশোর গ্যাংয়ের লিডার বিজয় (১৯), জিসান (১৮) এবং অভি (১৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি ছুরি, ১টি কাঁচি, ২টি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের জন্যে বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।