শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর কণ্ঠকে কেন ভালবাসি?

ফরহাদ চৌধুরী
চাঁদপুর কণ্ঠকে কেন ভালবাসি?

আমি দৈনিক চাঁদপুর কণ্ঠে কচুয়া উপজেলার নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘ ১ যুগ ধরে সংবাদ পরিবেশন করে আসছি। কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের কচুয়া ব্যুরো ইনচার্জ রাকিবুল হাসানের হাত ধরে আমি এ পত্রিকার সাথে সম্পৃক্ত হই। দীর্ঘ ১ যুগ সময়ের মধ্যে অন্যান্য পত্রিকায় কাজ করার জন্যে আমন্ত্রণ পেয়েও আমি তা গ্রহণ করিনি। আমি চাঁদপুর কণ্ঠকে মনেপ্রাণে ভালোবাসি। প্রতিদিন সকাল বেলা পত্রিকাটি হাতে নিয়ে শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেই। কিন্তু রাতে অনলাইনে চাঁদপুর কণ্ঠের আদ্যোপান্ত পড়া শেষে ঘুমাতে যাই। কোনো দিন যদি কোনো অনিবার্য কারণে চাঁদপুর কণ্ঠ হাতে না পাই সেদিন খুবই হতাশা বোধ করি।

এখন প্রশ্ন হলো, আমি চাঁদপুর কণ্ঠ পত্রিকাকে ছেড়ে যেতে চাই না কেন ও এ পত্রিকাকে এতো ভালোবাসার কারণ কী? আমার পক্ষ থেকে এ প্রশ্নের যথার্থ উত্তর হচ্ছে- পত্রিকা সমাজের দর্পণ। পত্রিকায় থাকা চাই বস্তুনিষ্ঠ সংবাদ, সংবাদের নেপথ্য সংবাদ, সম্পাদকীয়তে থাকতে হবে গঠনমূলক সমালোচনা, সঠিক নির্দেশনা ও প্রস্তাবনা। এসব বৈশিষ্ট্য সমুন্নত রেখে চাঁদপুর কণ্ঠ নানা চড়াই-উতরাই পেরিয়ে ৩০টি বছর অতিক্রম করছে। এছাড়াও চাঁদপুর কণ্ঠ পরিচালিত ‘পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা’ সকল মহলের প্রশংসা কুড়িয়ে আসছে। এ প্রতিযোগিতার মাধ্যমে এ প্রজন্মের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ লাভ করছে। চাঁদপুর কণ্ঠের এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেক প্রতিযোগীই জীবনের উন্নত পরিসরে স্থান করে নিতে সক্ষম হয়েছে। দিনের পর দিন এ বিতর্ক প্রতিযোগিতার আদর-কদর-সমাদর বৃদ্ধি পেয়ে চলছে। এ প্রসঙ্গে বলতে পারি, আলোকিত সমাজ গঠনে দৈনিক চাঁদপুর কণ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমার সাংবাদিকতার পরিসর অনেক বৃদ্ধি পাবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করি। আমি সম্পাদকসহ অন্যান্য কলাকুশলী ও প্রিয় পাঠকদের অভিনন্দন জানিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

লেখক : নিজস্ব প্রতিনিধি, দৈনিক

চাঁদপুর কণ্ঠ, কচুয়া উপজেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়