বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সভাপতি মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ

মোঃ জামাল হোসেন ॥
সভাপতি মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ

অভিনন্দন জানাচ্ছি শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিনকে। তারা দীর্ঘ ৩২ বছর পর প্রেসক্লাবের স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করেছেন। এছাড়াও দীর্ঘ বছর পরে হলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে ৫ দিনব্যাপী আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন করেছেন। বর্ণাঢ্য আয়োজনে এই আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। এজন্যে আমি সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কক্সবাজার আনন্দ ভ্রমণে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, দাতা সদস্য ও সহযোগী সদস্যসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন। ১৯৯১ সালে শাহরাস্তি উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় শাহরাস্তি প্রেসক্লাব। এরপর থেকে প্রেসক্লাব নেতৃত্ব কয়েকবার পরিবর্তন হলেও এমন জমকালো আয়োজনের উদ্যোগ কেউ গ্রহণ করতে পারেনি কখনোই। শাহরাস্তি প্রেসক্লাবের বর্তমান কমিটি ২০২৩ সালে গঠিত হয়। এতে সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হন। কমিটি গঠনের পর থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও নিখুঁতভাবে পরিচালনা করে আসছেন।

কমিটি আত্মপ্রকাশের পর থেকে শাহরাস্তি প্রেসক্লাবের ধারাবাহিক উন্নয়নমূলক কাজ ও জনগণের সেবা কার্যক্রমের মধ্য দিয়ে একটি সুপরিচিত সংগঠন হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শাহরাস্তি প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক সফলতায় তিনি সর্বক্ষেত্রে প্রশংসা পেয়েছেন। আমরা ঐক্যবদ্ধ থেকে তাঁর নেতৃত্বে সামনে এগিয়ে যেতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়