প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
আমার থাকুক মন কেমনের রাত
তোমার ছাদে রোদচশমার চোখ
মেঘের পরে দুধ-সাদা প্রভাত
আমার কেবল উদাস হওয়ার ঝোঁক।
তোমার ভয়ে গুটিয়ে থাকতে রাজি
তবু চিনবো একশো জবার খুন
যুদ্ধ শেষে ঘরে ফিরলাম আজই
বুকে বাজে তাই স্বাধীনতার ধুন।
হাজার ক্রোশ পথ পেরোবার নেশা
গোলাপি ঠোঁটে নবজাতকের ঘ্রাণ,
আমার তবু জনতায় হয় না মেশা
চোখের ভেতর অমানিশার আহ্বান।