শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০

শব্দের খোঁজে
অনলাইন ডেস্ক

একটা কবিতা লিখতে ইচ্ছে করে কবিতার মতো

যেখানে শব্দের ভেতর লুকিয়ে থাকে শব্দ

কেউ বুঝে, কেউ বুঝে না।

ফুল কুড়ানির মতো শব্দ খুঁজে খুঁজে

শব্দের মালা গেঁথে কাগজের পাতায় সাজাতে চাই।

তাইতো জোনাক জ্বলা অন্ধকারে কবিতার হৃদপি- খুঁজে বেড়াই

চোখের পলক ধাঁধায়।

ভাবুক মন ডুবসাঁতারে সেঁচে আনে

এক টুকরো ছন্দমালা।

এমন একটি কবিতা সাজাতে চাই

যে কবিতার প্রতিটি পরতে পরতে লুকিয়ে থাকে সুখ,

দুঃখ, হাসি, কান্না, প্রেম, মোহ, কামনা।

রাতজাগা বউ কথা কও পাখির গানে কবিতা যেনো প্রাণ খুঁজে পায়।

নিস্তব্ধ রাত কখনো শব্দ খেলা করে, কখনো হারায়

ডায়েরির সাদা পাতাজুড়ে লেপটে থাকে কালো কালির ক্রসচিহ্ন।

আমি কবিতার শব্দ খুঁজি, জোনাকিরা নিভে যায় সূর্যের আলোর মতন।

শব্দ খোঁজা জোনাক জ্বলা রাতের অবসান ঘটে

ঘুম ভাঙ্গানো মোড়ক ডাকে।

*পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ঠিকানা

[email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়