শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০০:০০

জার্মান সংগীত
অনলাইন ডেস্ক

পাখির পালক

ঊষর প্রান্তরে বৃক্ষের ’পরে, প্রভাতের আলোকচ্ছটায়;

পাখিরা উড়ে যায় তাহাদের আগামীর ঠিকানায়।

শুনি পালকের বিষণ্ন আওয়াজ আরো গভীর অন্ধকারে,

হারানো অতীতের গান গীত হয় আবছায়ার ভিতরে।

এসো উড়ে যাই একসাথে,

বাতাস নিয়ে যাক তোমায় এখান থেকে বহুদূর।

চল উড়ি, যত পারো তুমি ঊর্ধ্বে উঠিতে।

নাচের তালে ধরি আকাশটা পারি যতদূর।

রেশমি কুয়াশার কোমল পরশে বারবার,

কোথাও পাবো কি সুজন আমার কামনার?

চোখ বুঁজে দেখি সে প্রসারিত পালকের সাজে।

আমিও মেলেছি ডানা বাতাসে; এরই মাঝে।

বলো ঐ আকাশটাকে জানি কেমনে আর দেখি কী করে?

আমরাও নাচি দেখ আকাশে, নক্ষত্রের মতো কক্ষপথ ধরে।

(সংক্ষেপিত)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়