প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ০০:০০
শরীর শুষে বেড়ে ওঠে স্বার্থপর
শব্দহীন হতে হতে
বর্ণহীন হতে হতে
দুঃখহীন হতে হতে
কুমারী শরীর মাটির গভীরে ছড়ায় নিজের শেকড়।
তারপর একদিন...
বৃক্ষের ছায়ায় বসেই একটা খুন
ঘর্মাক্ত শার্টের বুতোম টানে হন্তারক
মুঠোভর্তি নারীস্তনে উল্লাসে মাতে
সাধুবেশী কামুক পুরুষ
প্যাকেটজাত নারী কাঁদে মুমূর্ষু কবিতায়।
মানুষের মাংস ছিঁড়ে ঈশ্বর আঁকে রক্তকবরী
লেখে শান্তির সংবিধান
লেখে অধিকারের গণতন্ত্র মানবতার মতবাদ।
ঈশ্বর, তোমার খামচির চিহ্ন আঁকি জরায়ুর গায়ে
এ আমার প্রতিবাদ।