প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০
করোনায় বেড়ে গেছে ঘরে ঘরে শোক
প্রাণ নিয়ে সংশয় কী যে দুর্ভোগ
নিজ প্রাণ নিজ হাতে কেউ দেয় বলি
অবাধ চলার মাঝে পড়ে আছে পলি
ইনকাম কমে গেছে সাধ মরে ছাই
কোনোমতে বেঁচে থাকা বাসনা এটাই
ডাল-ভাতে শোকরিয়া ভুলে গেছে ভোজ
পূর্বের মতো চুলা জ্বলে না রে রোজ
দুর্বল মানিব্যাগে তেজ নেই গায়
পাশাপাশি থাকে তবু কামুক ভাটায়
প্রেম-মায়া-ভালোবাসা দূর অজানাতে
বিপদ বাড়ার ভয়ে চলে না যে সাথে
ইসকুলে ঝোলে তালা ছেলে মেয়ে রাজা
রাত জেগে ফোন ঘেঁটে হয় তরতাজা
আকাশছোঁয়া সকল পণ্যের দাম
কিনতে গেলেই ঘামে যেনো বিধিবাম
সবকিছুর পেছনে করোনার হাত
জানি না কবে আসবে সোনালি প্রভাত।