শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ০০:০০

মানিক দাসের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

একটা স্বপ্ন বারবার

অচিনপুরের ঘুমের ঘরে

কেনো এসে হানা দেয়

বুঝি না সে কি চায়।

চোখের পাতায় যখন

ঘুমের রাজ্য থেকে এসে

ঘুম পারানি মাসি-পিসির গান শোনায়

সেই সময় স্বপ্নপুরির কে যেনো হানা দেয়।

দু চোখের ঘুম তখন

কোথায় যেনো হারিয়ে যায়

চোখ মেলে কিছুই খুঁজে পাই না

চেয়ে দেখি আমি একা শুয়ে আছি।

কদিন ধরে কেনো এমন হয়

ঘুরে-ফিরে দেখি কি যেনো নেই

নিজেকে বড্ড একা একা লাগে

সবকিছুতে যেনো শূন্যতা।

.

অষ্টাদশী

দূর দিগন্তে তাকালে মনে হয়

যেনো সব সবুজের সমারোহ

গ্রামান্তরের অষ্টাদশী তরুণী

এক কুচি অম্বরী অঙ্গে জড়িয়ে হাঁটছে।

হলদে পাকা ধানের শীষ

প্রবণে দোল খেলে যায়

অষ্টাদশীর মাথার কেশ আর

অম্বরী দক্ষিণা প্রবণে উড়ে।

পেছন ফিরে বারবার

কি যেনো দেখে

মিটি মিটি হেসে হেসে

অম্বরীর আঁচলে মুখ লুকায়।

কৃষকের দল পাকা ধান কেটে

মারাই করে ছারিয়ে নিচ্ছে

অষ্টাদশী তরুণী কুলুর মাঝে

দক্ষিণা প্রবণে উরিয়ে গোলা ভরে।

গ্রামান্তরের ধূলি আর বালির

গন্ধে মধুর শুধায়

তাতেই বেড়ে উঠে তরুণী

তার জীবনের আঠারো বসন্ত পার।

ওর মনে ও আছে প্রেম আর ভালোবাসা

একদিন হবে তার সংসার

ফুটবে ফুল সাজবে সোনার

সংসার নামের বাগান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়