বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
  •   জন্মান্ধ হয়েও বারো বছর বয়সে হলেন হাফেজ
  •   বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য
  •   নামাজ পড়তে সুযোগ দেয়ায় প্রশংসায় ভাসছেন সুরমা সুপার বাসের সুপারভাইজার জাহিদ
  •   চাঁবিপ্রবি’র ভিসি নাছিম আখতারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

এক কৃষকের বিস্ময়যাত্রা...

অনলাইন ডেস্ক
এক কৃষকের বিস্ময়যাত্রা...

কাঁচা রাস্তার ধারে আবর্জনার স্তূপ। ঠা ঠা রোদে ছায়া নেই। আপনমনে ময়লা জঙ্গল সাফ করে চলেছেন এক প্রৌঢ় কৃষক। কিন্তু কী করবেন? গাছ লাগাবেন তিনি। লোকে শুনে চলে যায়। বাধা দেয় না, সাহায্যও করে না। একা হাতে গোটা রাস্তার দুধারে ৪০০ পেঁপে গাছ লাগালেন সেই কৃষক। রাতারাতি ভাগ্য বদলালো তার। পেঁপে বেচেই দিন ফিরলো আলতাফ হোসেনের। দিনাজপুরের খানসামা উপজেলায় ঘটেছে এই নীরব বিস্ময়ের ঘটনা।

উপজেলার খামারপাড়া ইউনিয়নের জমিদার নগর থেকে বলরাম বাজার যাওয়ার রাস্তায় দুই ধারে পেঁপে গাছ লাগিয়েছেন আলতাফ। রাস্তার দুই ধারে ৪শ’ পেঁপে গাছ লাগিয়েছেন তিনি। এসব পেঁপে বিক্রি করছেন। তার ভাষ্যে, প্রথম ধাপে প্রতি গাছ থেকে ৫ থেকে ৭ কেজি করে প্রতি সপ্তাহে গড়ে ১০ মণের বেশি পেঁপে উত্তোলন করেছেন। বর্তমান বাজারে প্রতি মণ পেঁপে তিনি ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন। খাঁ খাঁ রাস্তা এখন সবুজে সবুজময়। যতদূর চোখ যায়, শুধু গাছ। গাছে গাছে পাখি। পাকা পেঁপের গন্ধ আসে মাঝেমধ্যে। আলতাফ হোসেনের এ রকম উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।

আমরা যখন মাথা কুটে মরছি, গাছ কাটবেন না, গাছ লাগান, তখন তথাকথিত সভ্য সমাজের একটা বিরাট অংশ এগিয়ে না এলেও এবারও কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার কৃষক । যাই হয়ে যাক না কেন, যে কোনো দুর্দিনে, দেশের প্রয়োজনে এখনো আমাদের সবচেয়ে বড়ো গবেষক, ভরসার নাম বাংলার কৃষক। হরিপদ কাপালী, আলতাফ হোসেনদের জন্যে ধন্য এ মাটি। --ফেসবুক থেকে সংগৃহীত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়