প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:০৯
ব্যস্ত জীবনের ফাঁকে সবুজের ছোঁয়ায় আত্মতুষ্টি
ব্যাংকার লায়ন গোলাম হোসেন টিটোর সবজি বাগান

ব্যাংক কর্মকর্তা, ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সেক্রেটারী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তি লায়ন মো. গোলাম হোসেন টিটো নিজের ব্যস্ত পেশাগত জীবনের মাঝেও পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন সবজি বাগান। চাঁদপুর শহরের টেকনিক্যাল এলাকায় গ্যাস কোম্পানি রোডে অবস্থিত তাঁর নিজস্ব বাগানে গড়ে তুলেছেন সবজির এক সবুজ সাম্রাজ্য। বাগানে শোভা পাচ্ছে ডাঁটা, পুঁই, কলমি, পাট শাক, পেঁপে, কই, ধুন্দুল, বরবটি, করল্লা, ঢেঁড়শ, লাউ, ঝিঙ্গে সহ বিভিন্ন প্রজাতির সবজি। তাছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু,পেয়ারা, আতা, শরিফা, জাম্বুরা, গাব, বেল, লেবু, কলাসহ বেশ কিছু ফলদ, ভেষজ গাছ রোপণ করা হয়েছে। সবকিছুই তিনি নিজ হাতে যত্ন করে রোপণ ও পরিচর্যা করেন। এ কাজে তাঁকে সর্বদা সহযোগিতা করেন তাঁরই সহধর্মিণী ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার। তিনি বলেন, এই বাগান শুধু আমার পরিবারের শাক, সবজি, ফলের চাহিদা মেটায় না, বরং মানসিক প্রশান্তিও দেয়। সময় পেলেই বাগানে সময় কাটাই। এই উদ্যোগ বর্তমান শহুরে কৃষির এক সুন্দর উদাহরণ। যান্ত্রিক জীবনে সবুজের এমন স্পর্শ যেমন স্বাস্থ্যকর, তেমনি অনুপ্রেরণাদায়কও বটে।