প্রকাশ : ১৯ জুন ২০২১, ১৯:৫৪
কৃষ্ণপক্ষ
ঘোলাটে চারদিক বিমূর্ষ জীবনতরী
কৃষ্ণপক্ষের ঘোর অন্ধকার
প্রতি পরতে পরতে কৃষ্ণপক্ষের নীলষড়যন্ত্র।
আমাদের জীবনকে বিষিয়ে তুলেছে
চোখে-মুখে তাই আলোকছটার বিবর্ণ সরষেফুল।
কোথাও কোনো সস্তি নেই
আছে সম্ভাব্য দুর্ভিক্ষের ছবি।
দুশমনিতে অন্ধ শক্তিমান দৃষ্টি
আমাদের জীবনের প্রতিটি ইঞ্চিতে
ওদের উজ্জ্বল ব্যবসা, মুনাফা অর্জনের চেষ্টা।
ওরা মনুষ্য হাঙ্গর
প্রতি মুহূর্তেই গিলছে
মূল্যবোধ নৈতিকতা সমাজ-সভ্যতা-সংস্কৃতি-শিক্ষা।
জীবনের তাগিদে আমরা তাই
কর্পোরেট দাস।
কৃষ্ণপক্ষের সীমাহীন শ্রেণিবৈষম্য
এক পৃথিবীতে আমরা তাই প্রায় আড়াই হাজারে বিভক্ত
তবুও শুক্লপক্ষের সন্ধানে গাই জীবনের গান।