বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০০:৪৯

শ্রীনগরে বিজ্ঞান মেলা: জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

"ছোট্ট হাতে বড় স্বপ্ন"

প্রতিবেদক: আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
ছবি :মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা।

"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ জানুয়ারি বুধবার শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ মেলায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

এবার উপজেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নেয় স্যার জে. সি. বোস ইনস্টিটিউট, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার উচ্চ বিদ্যালয়, বারৈগাও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে তাদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরে। প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং রোবটিক্স বিষয়ক মডেল দর্শকদের মন জয় করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শ্রীনগর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সহায়তা করবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়