প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:১৪
রায়পুরে নতুন পোশাক-স্কুল ব্যাগ পেয়ে উল্লসিত শিশু শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্যে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ছিলো অন্য রকম আনন্দের দিন। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেয়ালিকা প্রতিযোগিতায় উপজেলায় তৃতীয় ও জেলায় ২য় স্থান অর্জন করায় প্রথমবারের মতো বিনা মূল্যে নতুন পোশাকসহ বিভিন্ন উপকরণ পেয়ে তারা উল্লসিত হয়ে উঠে।
|আরো খবর
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ব চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণির ১১০ জন শিক্ষার্থীর হাতে নতুন পোশাক, স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, গল্পের বই বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খাঁন উপজেলা পরিষদ থেকে বরাদ্দের একটি অংশের টাকা দিয়ে নতুন পোশাক, স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী ও গল্পের বই কিনে দেন।
ইউএনও ইমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান ও ইউপি সদস্য মোর্শেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (সহকারী শিক্ষা কর্মকর্তা) হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মুসলিমা বেগম। এছাড়া সহকারী শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মুসলিমা বেগম বলেন, বিদ্যালয় হতদরিদ্র এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের আশপাশের বাসিন্দাদের বেশির ভাগই পেশায় শ্রমিক অথবা দিনমজুর। প্রতিবছর সন্তানদের নতুন স্কুল ড্রেস কিনে দেওয়ার অনেকেরই সাধ্য নেই। যে কারণে পুরোনো পোশাক পরেই শিশুরা স্কুলে আসে। আবার একমাত্র স্কুল ড্রেস ছিঁড়ে যাওয়া বা ময়লা থাকার কারণে বিনা ড্রেসেই অনেকে স্কুলে আসে। অভিভাবকদের আর্থিক অসক্ষমতার বিষয়টি জানার পর শিশুদের ওপর চাপ দেওয়া যায় না। তাইতো জেলা প্রশাসক পোশাকসহ উপকরণ দিয়েছেন।
চতুর্থ শ্রেণির ছাত্রী মাইশা আক্তার বলে, ‘বিনা ড্রেসে স্কুলে আসতে লজ্জা করে। যে জন্যে স্কুল আসতে পারি না, আর পড়াশুনাও ঠিকমতো হয় না। নতুন জামা পেয়ে এখন পড়ালেখা করবে ও স্কুলে আসবে সবাই।’
অভিভাবক রোকসানা বেগম বলেন, ‘বিনা টাকায় স্কুল পোশাক পেয়ে ছেলেমেয়েরা খুব খুশি হয়েছে। আমার ছেলেসহ আর কেউ স্কুল ফাঁকি দিবে না।’