বুধবার, ২৩ জুলাই, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:৫২

ফরিদগঞ্জে এসএসসির ফল বিপর্যয় রোধে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে এসএসসির ফল বিপর্যয় রোধে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলার ফল বিপর্যয় ঘটেছে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অনেক প্রতিষ্ঠানে পাসের হার সন্তোষজনক হলেও উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ সকল প্রতিষ্ঠানেই ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বলেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাগুলোকে দ্রুত শিক্ষার মানোন্নয়নে ব্যবস্থাগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের টার্গেট করে কার্যক্রম শুরু হয়েছে। বাড়তি ক্লাস, উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সচেতনতার লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ করার জন্যে বলা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা প্রতিষ্ঠানভিত্তিক অভিভাবক সমাবেশ শুরু করেছি। তবে অভিভাবকদের উপস্থিতি হতাশাজনক। তিনি বলেন, করোনাকালে শিক্ষার্থীদের মধ্যে যে প্রভাব পড়েছে তার ফলাফল আমরা হাতেনাতে পাচ্ছি। তবে এগুলো কাটিয়ে উঠতে শিক্ষক, অভিভাবক ও আমরা একযোগে কাজ শুরু করেছি।

উপজেলার একজনও পাস না করা প্রতিষ্ঠান সকদিরামপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, অভিভাবকদের অনীহা, বাল্যবিবাহ, করোনাকালীন সময়ের লেখাপড়া ও শিক্ষার্থীদের হ্রাসের কারণে এবং শিক্ষক স্বল্পতার কারণে আমরা ডুবেছি। তবে মাদ্রাসাটিকে টেনে তুলতে আমরা কাজ শুরু করেছি। এজন্যে প্রয়োজন অভিভাবকদের সার্বিক সহায়তা।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৫৩.৪৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন। অন্যদিকে দাখিলে পাসের হার ৭৬.৭৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এছাড়া এসএসসি ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১ জন। তাদের পাসের হার ৬৩.২৫ ভাগ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়