বুধবার, ২৩ জুলাই, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৩:৩৩

কুলাউড়ায় চোরাই গরু উদ্ধার, পিকআপ-গাড়ি জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় চোরাই গরু উদ্ধার, পিকআপ-গাড়ি জব্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় ৪টি চোরাই গরু উদ্ধার ও চুরি কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ।

২২ জুলাই ভোর বেলা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলাউড়ার উত্তর হিংগাজিয়া এলাকা ৪টি গরুসহ পিকআপ গাড়িটি জব্দ করে পুলিশ। এর আগে স্থানীয়দের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যায়। পুলিশ জব্দ করা গাড়ি থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

কুলাউড়া থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়