প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০:৩৬
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা
ফরিদগঞ্জে বিএনপির দোয়ানুষ্ঠান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় ফরিদগঞ্জে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ আসর ফরিদগঞ্জ পৌর এলাকার চতুরা জামে মসজিদে মিলাদ ও পরে মসজিদ প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের নির্দেশনায় মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি, সাবেক যুগ্ম সম্পাদক এ এম টুটুল পাটওয়ারী, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল গাজী, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বাবুল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের সহ-সভাপতি গোলাপ শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ গাজী প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।