প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৮:২০
চাঁদপুর-৩ আসনে আন্দালিব রহমান পার্থের দল বিজেপি'র এমপি প্রার্থী উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল বিজেপি থেকে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে অংশগ্রহণ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে গতিশীল করার কাজে ব্যস্ত আছেন তিনি। গত ১৬ বছর তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী হিসেবে রাজপথে সবসময় সরব ছিলেন এবং এখনো আছেন। দীর্ঘ ২৮ বছরের রাজনৈতিক জীবনে সব সময় সত্য, পরিচ্ছন্ন ও মানবিক রাজনীতিতে সম্পৃক্ত আছেন এই টকশো ব্যক্তিত্ব। তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত ও আলোকিত মুখ, অন্যায়ের সাথে আপোষ করেননি কখনো। তিনি যেমন আছেন রাজপথে, মাঠে, তেমনি আছেন সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন টকশোতে।
|আরো খবর
এছাড়াও বিজেপি থেকে চাঁদপুর -১(কচুয়া) আসনে গণসংযোগ ও বিভিন্ন সভা সেমিনার চালিয়ে যাচ্ছেন ডা. মো. নাজিমুল ইসলাম, চাঁদপুর-৫ (ফরিদগঞ্জ) আসনে কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মো. সাহাদাত হোসেন।
'বদলে দিবো আমার শহর, প্রিয় জেলা চাঁদপুর' এই স্লোগানে উপাধ্যক্ষ হীরা চাঁদপুরকে গড়তে চান আধুনিক, মানসম্পন্ন, মানবিক ও বাসযোগ্য জেলা হিসেবে।