বুধবার, ২৩ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সিরিজ জিতল বাংলাদেশ

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২২:১৮

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মসজিদে মসজিদে ইফার দোয়ার আয়োজন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মসজিদে মসজিদে ইফার দোয়ার আয়োজন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী এবং মসজিদের মুসল্লিরা অংশ নেন।

সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের দোয়ানুষ্ঠানে অংশগ্রহণ করে ইফা চাঁদপুরের উপ-পরিচালক সেলিম সরকার বলেন, শিক্ষার্থীদের জন্যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন পরিবার এই শোকে গভীরভাবে মর্মাহত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়