প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৯:০৭
হাসান আলী হাই স্কুলের ছাত্র আশরাফুলের বিরল কৃতিত্ব
কানাডায় বিশ্বমানের আইবিডিপি অধ্যয়নের জন্যে বাংলাদেশের একমাত্র শিক্ষার্থী হিসেবে নির্বাচিত

চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশরাফুল আলম ২০২৫-২০২৭ শিক্ষাবর্ষে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভিক্টোরিয়া শহরে অবস্থিত Pearson College UWC তে বিশ্বব্যাপী স্বীকৃত International Baccalaureate Diploma Program (IBDP)-এ অধ্যয়নের জন্যে নির্বাচিত হয়েছেন। আশরাফুল ২০২৪ সালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।
|আরো খবর
United World College (UWC) একটি বৈশ্বিক শিক্ষাগত আন্দোলন, যা শিক্ষা ব্যবস্থাকে মানুষের, জাতির এবং সংস্কৃতির মধ্যে ঐক্য গড়ে তোলার শক্তি হিসেবে ব্যবহার করে শান্তি ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে। বর্তমানে পৃথিবীতে মোট ১৮টি UWC কলেজ রয়েছে, যা ১৮টি ভিন্ন ভিন্ন দেশে অবস্থিত। Pearson College UWC তার মধ্যে অন্যতম, যেখানে প্রায় ২০০ জন শিক্ষার্থী একসাথে বাস করে এবং IB পড়াশোনা করে। এখানে শিক্ষার্থীরা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসে, যা একটি অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনমেলা হিসেবে পরিচিত।
UWC তে নির্বাচিত হতে প্রথমে নিজ নিজ দেশের UWC National Committee-এর মাধ্যমে Nominate করা হয়। এই নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের দলগত কার্যক্রম, প্রবন্ধ লেখা ও বিতর্ক অন্তর্ভুক্ত থাকে। Shortlisted প্রার্থীদের মধ্য থেকে National Committee individual interview'র মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করে। এরপর নির্ধারিত UWC কলেজ থেকে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করা হয়।
আশরাফুল এ বছর বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে Pearson College UWC IB প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। আশরাফুলের পিতা মতলবের পশ্চিম দীঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। Pearson College UWC আশরাফুলকে এই দুই বছরের জন্যে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের পূর্ণাঙ্গ প্রয়োজনভিত্তিক বৃত্তি প্রদান করেছে।
আশরাফুল তার এই সাফল্যের জন্যে তার পরিবার, শিক্ষক এবং UWC National Committee of Bangladesh-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি Computer Science নিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তিতে পড়াশোনা করে দেশের ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে চান।