সোমবার, ২৮ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৩:১২

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চাঁবিপ্রবি বিজনেস ক্লাব

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চাঁবিপ্রবি বিজনেস ক্লাব

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 

শিক্ষার্থীদের জন্যে নতুন দিগন্তের সূচনা করেছে বিজনেস ক্লাব । শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও বাস্তবভিত্তিক জ্ঞানচর্চার সুযোগ করে দিতে সদ্য গঠিত এই ক্লাবটি সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

রোববার (২৭ জুলাই ২০২৫) একাডেমিক ভবনের সামনে এক উৎসবমুখর পরিবেশে শুরু হয় সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকতা। শিক্ষার্থীরা মাত্র ৫০ টাকা ফি প্রদান করে সদস্য ফরম সংগ্রহ করে ক্লাবের সঙ্গে নিজেদের যুক্ত করতে শুরু করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্যবৃন্দ। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মো. বায়েজিদ আহমেদ রনি, সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা এবং পরিবহন বিভাগের পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শাকিল আহমেদ সবুজ।

এই ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবজ্ঞান, নেতৃত্ব ও উদ্যোক্তা গুণাবলির বিকাশ সাধন। আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে শুরু থেকেই ক্লাবটি গঠন করছে একটি শক্তিশালী ভিত্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম মানজুরুল  ইসলাম সাজিদ, মো. ইব্রাহিম খলিল, মো. নাইমুর রহমান নিয়ামুল, ফাহিম হোসেন ও আহসান হাবিব।

এরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং এই বিজনেস ক্লাবকে পরবর্তী প্রজন্মের জন্যে একটি কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্মে পরিণত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে একাডেমিক ভবন-১-এর সামনে পুনরায় সদস্য ফরম বিতরণ করা হয়। ক্লাবের সদস্য হতে পারবে বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের আগ্রহী শিক্ষার্থী।

কর্তৃপক্ষ বলেন, এটি একটি ক্লাব নয়, এটি হতে পারে ভবিষ্যতের ক্যারিয়ার নির্মাণের প্রথম ধাপ। নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত সাফল্যের পথে এই ক্লাবের পদক্ষেপ শিক্ষার্থীদের জন্যে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়