প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১
চাঁবিপ্রবিতে মহান বিজয় দিবসে নানা আয়োজন
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি
---ভাইস চ্যান্সেলর ড. পেয়ার আহম্মেদ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময়
|আরো খবর
জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল পৌনে আটটায় চাঁবিপ্রবির
ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী
সহকারে চাঁদপুর শহরে 'অঙ্গীকার' ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। তিনি
বলেন, যাঁদের মহান আত্মত্যাগে আমাদের এই বিজয়, সেই সকল মুক্তিসংগ্রামী, মুক্তিযোদ্ধা ও শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের অকুতোভয় সংগ্রাম যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। সেই সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদদেরও। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমরা যেন সবসময় ন্যায়ের পথে চলি ও কারোর প্রতি জুলুম না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা যেন সর্বদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকি।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. ফারুক হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক মো. আবু রুম্মান রিফাত। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিএসই বিভাগের ল্যাব এসিস্ট্যান্ট নিরঞ্জন চন্দ্র।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রিন্স মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মুজাহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আল মামুন প্রমুখ।
এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।








