বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২১:৩৭

দক্ষিণ সুরমায় সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

দক্ষিণ সুরমায় সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
সালেহ আহমদ (স'লিপক)

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম জামেয়া কোরআনিয়া মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত সম্মেলনে জামেয়া কোরআনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম মীরেরচরির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, মাওলানা নুরুল আমিন আল-ফরিদী, ঢাকা, আঞ্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুস সবুর, মাওলানা মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি।

এর আগে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া। বার্ষিক আয়-ব্যায় সহ রিপোর্ট পেশ করেন নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন। পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।

পরে দেশ, জাতি ও প্রবাসী ভাই-বোনসহ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়