শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০০

মতুজা বেগমের হুইল চেয়ারের আকুতিতে সাড়া দিলেন কাজল মৃধা

নিজস্ব প্রতিবেদক

শীতের সকাল। কনকনে শীত। পথঘাট কুয়াশাচ্ছন্ন। এ সময় দেখা মিলল মতুজা বেগমের। দাঁড়াতে পারেনি সে। বসে বসেই হাটে। আর মানুষের কাছে হাত পাতে। যা কিছু পায়। তা দিয়ে তার সংসারের প্রয়োজনীয় খরচ মিটায়। মতুজা বেগমের কুশলাদি জানতে চাইলে সে আকুতি জানায় একটি হুইল চেয়ারের। মানুষ মানুষের জন্য। মানবতায় উদ্বুদ্ধ করতে দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও ফটোগ্রাফার এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ আবদুর রহমান গাজী তার নিজের ফেসবুক পেজে মতুজা বেগমের হুইল চেয়ারের আকুতি নামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আবার কেউ কেউ এ নারীকে হুইল চেয়ার দিতে ফেসবুক পেজে কমেন্ট করে এ প্রতিনিধিকে জানান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এ বিষয়ে যিনি প্রথম কমেন্টস করেছেন তাকেই অগ্রাধিকার দেওয়া হলো। আর তিনি হলেন তরপুরচণ্ডী গ্রামের মরহুম রফিকুল ইসলাম মৃধার সন্তান ও ঢাকা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার তেজগাঁও সিএসডি গুদাম লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল মৃধা। তিনি চাঁদপুর কণ্ঠের প্রতিনিধির মাধ্যমে মতুজা বেগমের জন্য হুইল চেয়ার টি ক্রয় করেন। এ প্রতিনিধি বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে তরপুরচণ্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় এলাকায় মতুজা বেগমের ভাড়াটিয়া বাড়িতে হুইল চেয়ার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাজল মৃধার বড় ভাই ও তরপুরচণ্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম নুরু মৃধা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়