শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৯

ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কলোনীর মিলন মেলা

ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কলোনীর মিলন মেলা
স্টাফ রিপোর্টার

এসো মিলি-স্মতির টানে। স্মৃতির খেয়ায় ষোলঘর কলোনী। চাঁদপুর শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কলোনীর মিলন মেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার, মেঘনা-ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন।

উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ জলফুর রহমান (মনা) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব সৈয়দ মোঃ নুরুজ্জামান কাজল। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব ছিলেন ফজলে খোদা (১৯৮৯-৯১)। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মনির হোসেন। গীতা পাঠ করেন বিন্দু চক্রবর্তী।

ওই দিন সকাল ৮টা ৩০ মিনিটে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা শুরু হয়। পরে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত এবং সম্মিলিত সকলের অংশগ্রহণে পানি উন্নয়ন বোর্ড কলোনিতে রেলীটি পদক্ষিণ করে। অভিভাবক ও শিক্ষকদের সম্মননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা ও কর্মচারী এবং ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক-শিক্ষিকাগণ পরিবারবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, অতীত-বর্তমান মিলিয়ে সকলের অবস্থান একমঞ্চে হওয়া খুবই আনন্দ কর। এখন মানুষ বন্দি জীবন যাপন করে। আগের মত বাড়ির আঙিনায় চলাফেরা এখন তেমন একটা নেই। অতীতের স্মৃতি কে লালন করে এ মিলনমেলা কিছু সময় আনন্দে মেতে ছিল। তিনি আরো বলেন, একই সমাজে বাস করে একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ এখন কঠিন ব্যাপার। আমাদের মুরুব্বীদের সামাজিক বন্ধনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়