বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২১:০৮

কুমিল্লা বিভাগীয় যৌথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার।।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৯-১০ মে'র বিভাগীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার কুমিল্লা বিভাগীয় যৌথসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে নতুন কর্মসূচি হিসেবে এই তিন সংগঠন যৌথভাবে মে মাসের ৯ ও ১০ তারিখে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে দুই দিনব্যাপী সেমিনার ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ৯ মে ২০২৫ তারিখে কুমিল্লা বিভাগীয় সেমিনারে আলোচনা হবে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে। ১০ মে চট্টগ্রাম বিভাগীয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগীয় এই কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় যৌথ সভা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) কুমিল্লায় অনুষ্ঠিত যৌথ প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ মানিক।

সভায় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। এ জন্যে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নতুন এই কর্মসূচি। তাতে ঘোষিত ৩১ দফা রূপরেখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত দিকনির্দেশনা ও রাজনৈতিক দর্শন হবে। এই কর্মসূচি আমাদের সফল করতে হবে। কুমিল্লা বিভাগীয় যৌথসভায় চাঁদপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়