প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:১৪
পুরাণবাজার বারোয়ারি মণ্ডপে সনাতনী ব্যবসায়ীদের গণেশ পূজো

পয়লা বৈশাখ মানেই একরাশ আশা, কিছু আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে নতুন পথ চলা। প্রতিবারের মতোই এবারও সনাতনী প্রত্যেক ব্যবসায়ী তার দোকানে ব্যবসায়ে উন্নতির জন্যে গণেশ দেবতার পূজা করেন।
|আরো খবর
পঞ্জিকা মতে, চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণ বাজারের সনাতন ধর্মের ব্যবসায়ীবৃন্দ শ্রীশ্রী গণেশ পূজোর আয়োজন করেন। শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে মঙ্গলবার সকালে (১৫ এপ্রিল ২০২৫) বাজার এলাকার শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির বারোয়ারি পূজা মণ্ডপে এ গণেশ পূজা অনুষ্ঠিত হয়। ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় পূজা এবং প্রসাদ বিতরণে তা শেষ হয়। পূজার পুরোহিত ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী।
পূজার এই অনুষ্ঠানে বাজার ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন
শিমুল সাহা, টিটু সাহা, শেখর পাল, গোপাল সাহা, সুবল পোদ্দার, দীপক সাহা,
আবির ঘোষ, অনু সাহা, বিনু সাহা, লিটন দাস, ইমন দাস, শুভ পাল, শম্ভু বণিক, সৌরভ সাহা, নারু বণিক, প্রথম সাহা, কানাই সাহা, শিশির চন্দ্র সাহাসহ আরো অনেকে।
সব মিলিয়ে গোটা বছরে সুস্থতা, আনন্দ, মঙ্গলের প্রার্থনায় পয়লা বৈশাখের দিনে তারা গণেশের আরাধনা করেন।সনাতন ব্যবসায়ীরা মনে করেন, ধনদেবী ও সিদ্ধিদাতার আরাধনাতেই নতুন কিছু থেকে শুভ ফল লাভ হয়। আর সেই আশা নিয়ে বাঙালির নববর্ষ শুরু হয়।