প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
ডাকাতির সরঞ্জাম সহ ডাকাত দলের ২জন আটক
মতলব উত্তর থানা পুলিশের অভিযান

শনিবার (১২ এপ্রিল ২০২৫) মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মতলব উত্তর উপজেলাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া বাদামতলা গ্রামের বেড়িবাঁধ সড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্য মো. সোহেল রানা (প্রকাশ সোহেল ডাকাত, বয়স ৪০, পিতা-আ. হালিম, স্থায়ী সাং-চর গুল্লাখালী, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, বর্তমান সাং-বসুরহাট, স্বর্ণকার বাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী) ও মো. জাবেদ ( বয়স ৩৭, পিতা-মৃত আলী আজম, মাতা-বেলফা খাতুন, সাং-সরগনতা, খলিফা বাড়ি, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী)কে গ্রেফতার করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বাঁটযুক্ত লোহার তৈরি ছুরি (যার হাতল সহ দৈর্ঘ্য ২৭ ইঞ্চি, লোহার অংশের দৈর্ঘ্য ১৯ ইঞ্চি ও কাঠের অংশের দৈর্ঘ্য ০৮ইঞ্চি, প্রস্থ ০৩ ইঞ্চি), একটি কাঠের বাঁটযুক্ত স্টীলের তৈরি চাপাতি (যার মোট দৈর্ঘ্য ১৫.৫০ ইঞ্চি, যার মধ্যে লোহার অংশ ১০.৫০ ইঞ্চি ও কাঠের বাঁট ০৫ ইঞ্চি, প্রস্থ ৩ ইঞ্চি), স্টীলের তার ও তালা কাটার ১টি বিশেষ কাঁচি (কাটার) (যার হাতলের অংশ হলুদ ও মাঝের অংশ নীল, যার মোট দৈর্ঘ্য ২৫ ইঞ্চি), একটি ৫ সুতার লোহার রড (যার মোট দৈর্ঘ্য ২৩ ইঞ্চি), ১টি লোহার তৈরি মেশিনারী রড (যার মোট দৈর্ঘ্য ৩৮.৫০ ইঞ্চি), ১টি OPPO এন্ড্রোয়েড মোবাইল সেট, যার মডেল নং-A5s, যার IMEI-1 864490042685857, IMEI-2 864490042685840, যার মধ্যে রবি সীম নং-০১৮৮৯৮৮৩৮৯০, গ্রামীণ সীম নং-০১৩৩১২৩৮৩৯০, ০১টি কালো রংয়ের Icon বাটন মোবাইল সেট, যার IMEI-1 ৩৫৩৮২৬১১০৪৭৫৯৯৪, IMEI-2 ৩৫৩৮২৬১১০৪৭৬০০০, যার মধ্যে রবি সীম নং-০১৮৬৯৮১৭১৩৪, ১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ি (যার রেজি. নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৬৯২, ইঞ্জিন নং-Q231297964D, চেসিস নং-LVAV2JVBORE238261) উদ্ধারপূর্বক জব্দ করেন। উক্ত ঘটনায় ধৃত আসামী সহ তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-২৯, তারিখ-১২ এপ্রিল, ২০২৫; জি আর নং-১৯০, তারিখ- ১২ এপ্রিল, ২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860 দায়ের পূর্বক ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।