শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২০:৫১

এবার বড়ো আয়োজনে পয়লা বৈশাখ উদযাপনে বিএনপির নির্দেশনা

চাঁদপুর জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি

মো. মিজানুর রহমান।।
চাঁদপুর জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবার পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দীর্ঘ ১৬ বছর পর, স্বৈরাচারী শাসনের পতনের পর বিএনপি এবার স্বাধীন পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এবার দলের জন্যে এটি একটি বিশেষ দিন। কারণ, এ বছর তারা জনগণের মাঝে নিজস্ব সংস্কৃতির আনন্দ ভাগাভাগি করার জন্যে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলা বিএনপি ১৪৩২ বাংলা বর্ষ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ এপ্রিল ২০২৫ পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয় হতে কলেজ মাঠ পর্যন্ত শহরে বৈশাখী র‍্যালি বের করা হবে। এছাড়া পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠ এবং চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল, সাঁতার, গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থাকছে। আরো থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে নববর্ষ উদযাপ‌নের ল‌ক্ষ্যে চাঁদপু‌রের সাংস্কৃ‌তিক সংগঠন, সংগঠক ও শিল্পীদের সাথে চাঁদপুর ‌জেলা বিএন‌পি মত‌বি‌নিময় সভা করেছে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ।

এছাড়া একইদিন দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পহেলা বৈশাখ কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা করা হয়। এ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্যাহ সেলিম। তিনি জানিয়েছেন, পয়লা বৈশাখে শুধু চাঁদপুরে নয়, পুরো দেশে বড়ো ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হবে, যেখানে বিশেষভাবে বৈশাখী র‍্যালি, লোকজ গান, হাডুডু খেলাসহ গ্রামীণ খেলাধুলা ও নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকবে। জেলা এবং উপজেলা পর্যায়ে এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। তবে এই সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি বিএনপি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে (যেটির ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বর্তমান নির্বাচনী পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার ইস্যু এবং সরকার বিরোধী নানা বিষয়ে আলোচনা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের লক্ষ্য জাতীয় নির্বাচনের সুষ্ঠু আয়োজন এবং সরকারকে বাধ্য করা যাতে নির্বাচনকেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়