বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫০

আল আমিন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়ানুষ্ঠান

স্টাফ রিপোর্টার
আল আমিন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়ানুষ্ঠান

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কস্থ উত্তর গুনরাজদীতে আল আমিন মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজম বিলাল হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াদ হোসাইন চাঁদপুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা ইসমাইল খান ও আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ গঠনে মুখ্য ভূমিকা পালন করছে। জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীরাই দেশ রক্ষার জন্যে তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। প্রিয় পরীক্ষার্থী ছাত্ররা, প্রত্যেকটি সময় তোমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সময়কে সুন্দরভাবে সেটিং করে পড়ালেখা করতে হবে। বেশি বেশি আল্লাহর সাহায্য চাইতে হবে। সর্ব অবস্থায় অজু করে থাকার চেষ্টা করবে। আল্লাহতায়ালার সাহায্য চেয়ে রাসূল সাল্লাল্লাহু সালামের দরুদ পড়ে লেখা শুরু করবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদেরকে অনেক বেশি স্বপ্ন দেখাতে হবে। তাদেরকে নিয়ে স্বপ্ন বুনতে হবে। তাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে হবে। তাদেরকে লেখাপড়ার পাশাপাশি মনোরম পরিবেশ ও প্রয়োজনীয় বিনোদনের ব্যবস্থা করতে হবে। সন্তানরা যাতে সুস্থ থাকে এজন্যে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তাদেরকে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার বন্দোবস্ত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, মাওলানা রিয়াদ হোসাইন, মাওলানা হাফেজ আবু নোমান, মোঃ শরিফ খান, সাখাওয়াত হোসাইন, শাহাবুদ্দিন, কাউসার পারভেজ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাওলানা জায়েদ হোসেন, মাওলানা আব্দুল হাকিম প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়