প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৩৬
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

শাহরাস্তির ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১১টায় প্রধান শিক্ষক মো. ইদ্রিসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. শাহাদাত হোসেন, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, সাবেক পিটিআই ইন্সটেক্টর মো. আবুল কাশেম, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন মন্টু, সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সাবেক প্রধান শিক্ষক মো. মনির আহমেদ পাটোয়ারী প্রমুখ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. ঈমাম হোসেন, প্রভাষক মো. শাহজামাল, প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক মাসুূদ আলম, সমাজসেবক মো. আবদুর রহমান, সাবেক শিক্ষক হোসাইন আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।