প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫০
গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ
আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ

ইতিহাসের নৃশংসতম ধ্বংসযজ্ঞ, বর্বরতা চলছে ফিলিস্তিনের গাজায়। বিশ্ব সন্ত্রাসী ইহুদী রাষ্ট্র ইসরায়েল গাজায় পৈশাচিকতার, অমানবিকতার সকল সীমা অতিক্রম করে নিরীহ নিরস্ত্র মুসলমানের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নারী শিশু কেউই বাদ যাচ্ছে না তাদের এই নারকীয় তাণ্ডব থেকে।
ইসরায়েলের এই মানবতাবিরোধী জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এখান থেকে শহরে মিছিল বের করা হয়। মিছিলের মাঝখানে শপথ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল শহর প্রদক্ষিণ করে পুনরায় হাসান আলী হাই স্কুল মাঠে এসে মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত ধ্বংসলীলায় পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন, গাজা হারিয়ে যাচ্ছে! অথচ ওআইসি এবং আরব লীগ এখনো চুপ করে আছে। তারা তাদের প্রভু মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের সেবা দাসত্ব নিয়েই ব্যস্ত। আমরা ধিক্কার জানাই ওআইসি এবং আরব লীগের এমন নির্লজ্জ ভূমিকার জন্যে। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, ফিলিস্তিন এবং গাজার প্রশ্নে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করুন। এখনো পর্যন্ত ইসরায়েলের বর্বরতার নিন্দা বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে জানানো হয় নি, যা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশের জন্যে খুবই লজ্জার। আমরা প্রধান উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হোক। একই সাথে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক। বক্তারা প্রতিবাদের নামে দেশের বিভিন্ন জায়গায় মানুষের দোকানপাটে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় আমার দাবি জানান।
বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এএইচএম আহসান উল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ ইউসুফী, পীরজাদা মাওলানা খাজা মোহাম্মদ জুবায়ের, মাওলানা রবিউল হাসান, পীরজাদা মাওলানা নূর মোহাম্মদ আরেফিন, মাওলানা আবু সুফিয়ান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, যুবসেনার জেলা সভাপতি বজলুর রশিদ সোহেল, সাধারণ সম্পাদক নবাব খান, ছাত্রসেনার জেলা সভাপতি কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।