প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
হাজীগঞ্জে ইসলামী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর টানা নৃশংসতা, গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হাজীগঞ্জে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও বিভিন্ন মসজিদের মুসুল্লি, পেশাজীবী মানুষসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) থেমে থেমে বেলা ৩টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখা, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখা, হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা ও পৌর শাখা, তৌহিদী জনতা ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুসুল্লিগণ হাজীগঞ্জ বাজারে পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সব ক'টি মিছিল হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজার সম্মুখে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশে আমেরিকান ও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এদিন সকালে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমদাদুল হক সুমন মোল্লা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. নূরে আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি আক্তার হোসেন আকন।
দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভুইয়া, নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটোয়ারী, নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন ও সেক্রেটারী সফিকুর রহমান মজুমদার।
বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমদ রশিদী, সাধারণ সম্পাদক মাও. এহতেসামুল হক, পৌর সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ প্রমুখ।
বেলা আড়াইটার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মুফতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা আল হাবিব, পৌর সভাপতি মাও. মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাও. জুবায়ের আহমেদ প্রমুখ।