প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৪:২৮
বাকিলার রাধাসার গ্রামে প্রবাসীদের ইফতার মাহফিল

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের প্রবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ ২০২৫) স্থানীয় তপাদার বাড়ি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সকল প্রবাসী, কবরবাসী, অসুস্থ ব্যক্তিবর্গসহ মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া করা হয়।
তপাদার বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রবাসী আব্দুর রাজ্জাক তপাদার, সাধারণ সম্পাদক প্রবাসী হাছান বাচ্চু মোল্লার দিকনির্দেশনায় ও প্রবাসী মোবারক তপাদার, শামীম তপাদারসহ আরো ক'জন প্রবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলের তত্ত্বাবধানে ছিলেন হাছান তপাদার। উপস্থিত ছিলেন ইসমাঈল হোসেন হাজী, ইউপি সদস্য রবিউল আলম অরুণ, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা মাঈনুদ্দিন, ড. মাহফুজুর রহমান মৃধা, মিজানুর রহমান মাস্টার, শাহাদাত হোসেন তপাদার, ইজাজ হোসেন, খোরশেদ তপাদার, রফিকুল ইসলাম পাটোয়ারী, লোকমান তপাদার, মাসুদ মোল্লা, শাহজাহান তপাদার, জুলফিকার তপাদার, জনি পাটোয়ারীসহ শতাধিক মুসল্লি।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে তপাদার বাড়ি জামে মসজিদে প্রবাসীদের উদ্যোগে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন চলে আসছে।