প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে শাহরাস্তি উপজেলায় চাঁদপুর সেনা ক্যাম্প থেকে কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ করা হয়েছে। এই বিতরণ কার্যক্রমে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক, ২১ বীর)। আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলামসহ আরো অনেকে। শাহরাস্তি ও আশপাশের এলাকায় এবার বন্যা পরিস্থিতির অবনতির কারণে এ এলাকায় মানুষের জান-মাল, বাড়িঘর এবং গবাদি পশুর বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বিগত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এ সকল এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে বলে জানানো হয়।