রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২০:৫৩

সভাপতি আঃ রহিম : সম্পাদক জসিম উদ্দিন

শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
শাহারাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক

প্রতিষ্ঠার দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ৫৪৩ জন ভোটারের মধ্যে ৫৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক ফলাফল ঘোষণা করেন। এতে ৩৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পেয়েছেন ১৩০ ভোট। সহ-সভাপতি তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন। এদের মধ্যে নির্বাচিত হন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল বাসার পাটওয়ারী (৩২৩ ভোট), সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম সাইফুল ইসলাম (৩০৫ ভোট) ও খেড়িহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন (২৮২ ভোট)। সাধারণ সম্পাদক পদে ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন পেয়েছেন ১৬৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকতার হোসেন ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ আলম পেয়েছেন ২৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ জন। নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাসান মজুমদার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল হাছান পেয়েছেন ১৬৯ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২জন। তাদের থেকে ৮জন জয়লাভ করেন। তারা হলেন উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম (প্রথম), চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী আনিছুর রহমান (দ্বিতীয়), খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন (তৃতীয়), উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসাইন (চতুর্থ), নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম সুমন (পঞ্চম), পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন (৬ষ্ঠ), ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ মাহবুব আলম (সপ্তম) এবং রাগৈ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল ইসলাম (অষ্টম)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়