বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২০:৪৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বিশাল র‍্যালি ও সমাবেশে নেতৃবৃন্দ

শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে আনোয়ার হোসেন খোকনের বিকল্প নেই

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে আনোয়ার হোসেন খোকনের বিকল্প নেই
শাহরাস্তি উপজেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালির একাংশ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়। র‍্যালির শুরু থেকেই নেতা-কর্মীদের হাতে হাতে ছিলো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যানার-ফেস্টুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমানতালে 'খোকন ভাই খোকন ভাই' স্লোগানে মুখরিত হয়ে তোলে শাহরাস্তির জনপদ। বিকেল ৪টায় র‍্যালি শুরু হয়ে মেহের কলেজ, উপলতা, ঠাকুর বাজার, কালীবাড়ি প্রদক্ষিণ করে সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে এসে পৌঁছে।

এখানে সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের কোনো বিকল্প নেই। দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে কিছু ব্যক্তি। আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। আগামী দিনে আমরা আনোয়ার হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই। শাহরাস্তির মাটি আনোয়ার হোসেন খোকন ভাইয়ের ঘাঁটি। শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারী। র‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা নেত্রী হাসিনা আক্তার, শাহাদাত হোসেন মাস্টার, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কুদ্দুস রানা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, যুবদল নেতা আতাহার আহমেদ তানভীর ও ছাত্রনেতা শাহজাহান সম্রাট।

র‍্যালিতে শাহরাস্তি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। র‍্যালি শুরু হওয়ার পূর্ব থেকেই নেতা-কর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় দোয়াভাঙ্গার নির্ধারিত স্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমবেত হয় নেতা-কর্মীরা। শাহরাস্তিতে এই প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত প্রকাশ্যে সমাবেশ হাওয়ায় র‍্যালিটিতে ভিন্ন মাত্রা যোগ হয়।

ক্যাপশন -

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়