প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ২০:৩০
কচুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে শিশুদের টিকা সংকট : অভিভাবকদের ভোগান্তি
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে শিশুদের টিকা সংকট থাকায় শিশুদের মা ও অভিভাবকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
ভুক্তভোগীরা জানান, গত দু’মাসে দু"বার বাচ্চাদের টিকা দেয়ার জন্য মাইকিং করা হলেও তারা কেন্দ্রে এসে টিকা না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন।
কেন্দ্রের কর্মকর্তা উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নাছিম আহমেদ জানান, কিছুদিন থেকে পেন্টা (ডিপিটি, হেপ-বি, হিব), পিসিভি, আইপিভি নামে টিকা কচুয়া উপজেলা কেন্দ্রে না থাকায় সরবরাহ করা হচ্ছে না। তবে শিশুদের এ তিনটি টিকা ছাড়াও অন্যান্য টিকার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাজন কুমার দাস জানান, গত দু’সপ্তাহ থেকে শুধু কচুয়া নয়, চাঁদপুর অন্যান্য উপজেলায়ও ৩টি টিকা সংকট থাকায় সাময়িক সমস্য হচ্ছে।তবে ১০/১৫ দিন বাচ্চাদের টিকা দিতে বিলম্ব হলেও, এতে ভয়ের কিছু নেই, আগামী ৩/৪ দিনের মধ্যে উক্ত ৩টি টিকা চলে আসবে এবং কার্যক্রম অব্যাহত থাকবে।