বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৫:৩১

ষোলঘর শেখ বাড়ি রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক
ষোলঘর শেখ বাড়ি রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ

চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদের দক্ষিণে শেখ বাড়ি রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। নতুন ও পুরাতন অনেকগুলো ভবন থাকলেও পানি নিস্কাশনের কোন ধরণের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ময়লা ও আবর্জনাসহ পানি ভবনের ভিতরে প্রবেশ করে। ভবন মালিক, হাসপাতাল, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন ও স্থানীয়রা সড়কটি মেরামত ও ড্রেনেজ নির্মাণের জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। পৌর কর্তৃপক্ষ বলছে-এই বৃষ্টি মৌসুমও কষ্ট করতে হবে। চলতি বছরের শেষের দিকে ড্রেন নির্মাণ কাজ শুরু হবে।

সরজেমনি ওই সড়কে গিয়ে দেখাগেছে, চাঁদপুর-কুমিল্লা সড়ক থেকে সংযুক্ত শেখ বাড়ি সড়কটির বেহাল অবস্থা। এটি এক সময় পাকা থাকলেও এখন দুই পাশে ভবন নির্মাণ করায় সড়কের মূল অবস্থান নেই। তাছাড়া ভবন নির্মাণ করা হলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিস্কাশনের লাইন দেয়া যায়নি। পূর্বে আশপাশের পুকুর থাকলেও এখন সব ভরাট হয়েগেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী জানান, বৃষ্টি আসলে সড়কের পানি বাড়িতে এবং দোকানে প্রবেশ করে। জুতা খুলে হাটতে হয়। অনেক সমস্যার মধ্যে আছি।

স্থানীয় বাসিন্দা মো. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য কষ্ট হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে ড্রেন নির্মান করা প্রয়োজন।

আরেক বাসিন্দা রিপন শেখ জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আমাদের এই সমস্যার কথা মেয়র সাহেবকে বহুবার জানিয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য তিনি কথা দিলেও কথা রাখেননি। আমরা পৌরসভার টেক্স দিলেও সুযোগ সুবিধা পাচ্ছি না।

মোশাররফ হোসেন। তিনি এই এলাকায় থাকেন এক বছর। তিনি বলেন-এখানে যতগুলো বাসা আছে। কোন বাসা থেকেই গোসলখানার পানি বাহিরে যাওয়ার কোন ব্যবস্থা নেই। এছাড়া সামনে এসপি অফিস। অনেকেই এই সড়কে ভাড়া থাকেন। সকলেরই আসা-যাওয়া সমস্যা হয়।

স্থানীয় বাসিন্দা সুমন গাজী বলেন, বৃষ্টির সময় সড়কে একহাটু পানি হয়ে যায়। এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে থাকে। এই সড়কে খুব জরুরি ভিত্তি ড্রেন প্রয়োজন। মেয়র সাহেবকে জানিয়ে কোন লাভ হয়নি। কারণ তিনি করছি, করব বললেও করছেন না। এখন সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে এই বিষয়ে জেলা প্রশাসককে জানাব।

পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজী বলেন, শেখ বাড়ি সড়কের বিষয়টি আমি অবগত। আমি এলাকার মানুষের কাছে লজ্জিত। মেয়র সাহেবকে বহুবার জানানো হয়েছে। পৌরসভার ফান্ড না থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। আপনারা সবাই একসঙ্গে মেয়রকে বলেন কাজটি করার জন্য।

মেয়র মো. জিল্লুর রহমান বলেন, এই সড়কের বিষয়টি আমি অবগত। এই বছরের বৃষ্টি মৌসুম এলাকার লোকজনকে কষ্ট করতে হবে। বছরের শেষ সময় হলেও ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়