প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৫:৪০
চাঁদপুরে বাজার মনিটরিংয়ে স্বয়ং জেলা প্রশাসক

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবার নিজেই মাঠে নেমেছেন। বুধবার (৫ মার্চ ২০২৫) দুপুরে এবং সন্ধ্যায় তিনি শহরের প্রধান প্রধান কাঁচা বাজার বিপণীবাগ ও পাল বাজার সরজমিনে পরিদর্শন করেন।
|আরো খবর
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করেন যেন ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয় এবং ক্রেতাদের যেন তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে বাধ্য করা না হয়। পাশাপাশি সকল দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি কাঁচা বাজার, মাংসের দোকান ও ডিমের আড়ত ঘুরে দেখেন এবং জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা, ক্রয় রসিদ সংরক্ষণ করা ও স্পষ্টভাবে মূল্য তালিকা প্রদশর্নের ওপর জোর দেন।
এদিকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারে ভেজাল খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও আমদানি রপ্তানিসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।
ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।