প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৪:০২
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসহ ১জন গ্রেফতার

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) ফরিদগঞ্জ থানার এসআই মো. আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে পৌরসভা এলাকা হতে কিছু মাদকসহ ১ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে : ১। জাহাঙ্গীর হোসেন বুলবুল (৪৫), পিতা-মৃত জয়নাল আবেদীন, সাং-নোয়াগাঁও (জমাদ্দার বাড়ি), ০৩নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর। তাকে আটক করত তার হেফাজত হতে বত্রিশ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।