প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৭:৪৬
জাতীয় গণহত্যা দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলায় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা- বোনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। কষ্টার্জিত এ স্বাধীনতা যেন ম্লান না হয়। জুলাই ২০২৪-এর প্রেরণায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে, যার যার অবস্থান থেকে দেশ মাতৃকার কল্যাণে কাজ করতে হবে।
জেলা প্রশাসক, জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
জেলা প্রশাসক আরো বলেন, এ বছর পবিত্র রমজান মাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন হবে। সেজন্যে রমজানের পবিত্রতার প্রতি সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, এনএসআই'র যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, মো. মুজিবুর রহমান, মো. ছানা উল্লাহ খান, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর বিল্লাল হোসেন মিয়াজি, খেলাফত মজলিশ সভাপতি মো. লিয়াকত হোসাইন, হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার তপন বেপারী, কালচারাল অফিসার দিতি সাহা, জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলাবাহিনী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ সুবিধাজনক সময়ে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় স্মৃতিচারণ ও আলোচনা সভা, গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ ২৫ মার্চ প্রতীকী ব্ল্যাক আউট, মোনাজাত এবং ২৬ মার্চ জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ, চাঁদপুর স্টেডিয়ামে সকালে কুচকাওয়াজ অনুষ্ঠান, চাঁদপুর ক্লাবে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, শিশু একাডেমী আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সহ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়।
এ ছাড়া সরকারি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন কমিটি গঠন করা হয়।