বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:৫০

খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়ার মাহফিল

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছিলো জুলাই বিপ্লব

-------- তোফায়েল আহমদ

প্রেস বিজ্ঞপ্তি
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছিলো জুলাই বিপ্লব

ক্যাপশন : খেলাফত মজলিসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সভাপতি তোফায়েল আহমদ।

খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১-এ অর্জিত জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব যারা লুণ্ঠন করেছে, সেই ফ্যাসিস্ট শক্তি ও ভারতীয় হেজিমনির আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলো জুলাই বিপ্লব। তিনি মঙ্গলবার খেলাফত মজলিস, চাঁদপুর শহর শাখা উদ্যোগে জুলাই বিপ্লবের এক বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

বক্তারা বলেন, এ বিপ্লব ছিলো নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম। দেশবাসীর ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই আন্দোলন ছিল গণমানুষের প্রতিবাদ ও অধিকার আদায়ের অংশ।

সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদ। সভা পরিচালনা করেন শহর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আযাদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, শহর শাখার সাংগঠনিক সম্পাদক মাও হামেদ, যুব মজলিসের সেক্রেটারি আবু বকর খান, ছাত্র মজলিসের শহর সেক্রেটারি তানজীল আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন জেলার সহ-সেক্রেটারি মনির হোসেন শিপন, মাও. মিজানুর রহমান, আব্দুল্লাহ প্রমুখ।

আলোচনা শেষে দেশের স্বাধীনতা, ইসলাম ও মানবতার মুক্তির জন্যে বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়