প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২:৫১
জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ‘'জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের শুরু থেকেই সকল আন্দোলন সংগ্রামে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আলেমরা অংশগ্রহণ করার ফলে আন্দোলনে সহজেই বিজয় অর্জন হয়েছে।'’
|আরো খবর
তাঁরা আরো বলেন, ‘'এ গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এ ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।’'
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিফজুল কুরআন গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম । সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকার।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম ।